মোবাইলে ডিজিটাল পেইন্টিং নিজে শেখা

আমি সুব্রত ঘোষ। বাড়ি- নারনা, ডোমজুড়, হাওড়া। ছোটো থেকেই আমার আঁকতে খুব ভালো লাগে। আঁকার প্রতি ভালোবাসা থেকেই চতুর্থ শ্রেণীতে পড়াকালীন সঞ্জয় বেরা মহাশয়ের কাছে আঁকা শিখতে শুরু করি, তবে মাধ্যমিক দেওয়ার আগেই আমার আঁকা শেখা বন্ধ হয়ে যায় পড়াশোনার চাপে। স্যারের কাছে আঁকা শেখা বন্ধ হয়ে গেলেও নিজের মতো করে যখন ইচ্ছে যেত আঁকিবুকি চলত।

তবে বিসিএস পাশ করার পর আবার নতুন করে আঁকার পিছনে অনেকটা সময় দেওয়া শুরু করি। পেন্সিল স্কেচ, প্যাস্টাল, জলরং, অ্যাক্রেলিক এইসব মাধ্যমেই অল্পবিস্তর আঁকতে পারি তবে শিল্পী তৌসিফ হকের ডিজিটাল পেইন্টিং দেখার পর থেকে আমার ডিজিটাল পেন্টিংয়ের প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়।

নিজের চেষ্টাতেই একটু একটু করে মোবাইলে ডিজিটাল পেইন্টিংটা শিখে নিই। বর্তমানে আমি ভারতীয় ডাকবিভাগে কর্মরত, কিন্তু সময় পেলেই কাজের ফাঁকে মোবাইলে আঙ্গুল বুলিয়ে মনের কল্পনাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলি। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত আঁকা পোস্ট করি। সাধারণের কাছে আরও বেশি করে পৌঁছবার জন্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...